SAGAR  DIGITAL GRAMIN SEVA

ISLAMIC TECHNICAL HELPING BLOGING.

Top Post

technical

Sponsaer

অনুসরণকারী

বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

NPCI NEW GUIDELINES 2024 1.প্রত্যেক মার্চেন্ট কে অবগত করা হচ্ছে যে আপনারা ট্রানজাকশন রেজিস্টার মেনটেইন করা বাধ্যতামূলক.







 🛑👉👉🚫🚫NPCI NEW GUIDELINES 2024 🚫🚫✳️ নির্দেশ✳️🛑

1.প্রত্যেক মার্চেন্ট কে অবগত করা হচ্ছে যে আপনারা  ট্রানজাকশন রেজিস্টার মেনটেইন করা বাধ্যতামূলক.


 2. মার্চেন্ট নিজের বায়োমেট্রিক অথেন্টিকেশন তিনবার মিসম্যাচ হলে   ২৪ ঘন্টার জন্য ব্লক হয়ে যাবে ID.


3.প্রথমবার বায়োমেট্রিক অথেন্টিকেশন মিস ম্যাচ হলে আঙ্গুলটি পরিবর্তন করে পুনরায় চেষ্টা করুন।


 4. মার্চেন্ট  অথবা CUSTOMER বায়োমেট্রিক অথেন্টিকেশন বারংবার মিস ম্যাচ হলে আপনার বায়োমেট্রিক ডিভাইসটি INACTIVE অথবা BLOCK হয়ে যাবে |


5. এবার থেকে কিন্তু প্রত্যেকটি ট্রানজেকশন করার আগে মার্চেন্ট  কে তার হাতের ফিঙ্গার বা অথানটিকেসন দিতে হবে অর্থাৎ ( প্রত্যেকবার Withdrawal করার সময় মার্চেন্ট নিজে তার ফিঙ্গারপ্রিন্ট দেবেন তারপর Customer ফিঙ্গারপ্রিন্ট নেবেন ) কোন গ্রাহকের টাকা তোলার আগে টু ফ্যাক্টর অথনটিকেট দিয়ে সেই কাস্টমারের টাকা তুলতে পারবে, মার্চেন্ট হাতের ফিঙ্গারপ্রিন্ট এর সময় তিন মিনিট থাকবে অর্থাৎ তিন মিনিট পরে ওই ফিঙ্গারপ্রিন্ট expaire করে যাবে।


6. টু ফ্যাক্টর অথেন্টিকেট যে ডিভাইস দিয়ে হবে অর্থাৎ Morpho,Mantra,বা Statrek যেকোনো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যখনি ২ ফ্যাক্টর অথেন্টিকেট হবে সেই ডিভাইসে কিন্তু সারাদিন কাজ করতে হবে অর্থাৎ রাত বারোটা পর্যন্ত একই ডিভাইস বিভিন্ন সিস্টেমে ইউজ করা যাবে না তাহলে কিন্তু মাল্টিপল ইউজ এই অপশন দেখাবে অর্থাৎ আপনি যে ফিঙ্গার দিয়ে লগইন করবেন সেই ফিঙ্গার দিয়ে আপনাকে কাজ করতে হবে একই ডিভাইসে


7.আঙ্গুলগুলি খুব শক্ত বা খুব হালকাভাবে চাপবেন না কারণ এটি করে বায়োমেট্রিক সঠিক কিনা তা সনাক্ত করা সম্ভব নয়। তাই ডিভাইসটি UIDAI দ্বারা ব্লক করা হয়েছে।


8. সমস্ত মার্চেন্ট -এর মনে রাখা উচিত যে ডিভাইসে লগ ইন করার সময় এবং লেনদেন করার সময়, বিভিন্ন আঙ্গুল ব্যবহার করার চেষ্টা করুন।


9.একই Biomatric ডিভাইস বিভিন্ন AEPS সিস্টেম বা আপনি একাধিক মোবাইল বা কম্পিউটার এ USE করবেন না, বা একাধিক আইডি তে USE করবেন না,


10. একটানা 3 মাস না কাজ করলে আইডি বন্ধ হয়ে যাবে, সে যে কোন কোম্পানীর AEPS ID হতে পারে, এটা NPCI থেকে নিয়ম।


11. 1010,1020,1050 এই ধরনের টাকা কেউ তুলবেন না সে ক্ষেত্রে আপনার আইডি Block হয়ে যাবে।


12. প্রত্যেক মার্চেন্ট কে AEPS এর পাশাপাশি মাইক্রো এটিএম বা এটিএম এর পরিসেবা গ্রাহককে দিতে হবে।





কোন মন্তব্য নেই: