SAGAR  DIGITAL GRAMIN SEVA

ISLAMIC TECHNICAL HELPING BLOGING.

Top Post

technical

Sponsaer

অনুসরণকারী

শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

তাবিজ ব্যবহার স্পষ্টভাবে শির্ক।


তাবিজ ব্যবহার স্পষ্টভাবে শির্ক।






 শরীরে একটা তাবিজ বেধে আপনি নামায পড়ছেন, সিয়াম পালন করছেন, তাহাজ্জুদ পড়ছেন‼️

 এই তাবিজের উপর আপনার যদি কানাকড়িও আস্থা বিশ্বাস থেকে থাকে আপনি আপনার মরা পর্যন্ত রাত জেগে তাহাজ্জুদ পড়লেও তার কিছুই কবুল হবে না।

তাবিজ ব্যবহার স্পষ্টভাবে শির্ক।

রাসুল (সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ 

''যে ব্যক্তি তাবিজ লটকালো, সে শির্ক করলো''

 📚 মুসনাদে আহমাদ - ১৬৭৭১ সনদ সহীহ


ঈসা ইবনু আবদুর রাহমান ইবনু আবূ লাইলা (রহঃ) থেকে বর্ণিতঃ


তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনু উকাইম আবূ মা’বাদ আল-জুহানীর অসুস্থ অবস্থায় তাকে দেখতে গেলাম। তিনি বিষাক্তি ফোঁড়ায় আক্রান্ত ছিলেন। আমি বললাম, কিছু তাবিজ-তুমার ঝুলিয়ে রাখছেন কেন? তিনি বললেন, মৃত্যু তো এর চেয়েও নিকটে। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে লোক কোনকিছু ঝুলিয়ে রাখে (তাবিজ-তুমার) তাকে তাঁর উপরই সোপর্দ করা হয়।


সহীহ, গাইয়াতুল মারাম (২৯৭)।


📚 জামে' আত-তিরমিজি, হাদিস নং ২০৭২

হাদিসের মান: সহিহ হাদিস


আর শির্কের ফল কি, সে ব্যপারে মহান আল্লাহ বলেনঃ ''যদি তারা শির্ক করে তাহলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে।'' 

[সূরাহ আন'আমঃ ৬/৮৮]

তিনি আরও বলেনঃ ''নিশ্চয়ই যে আল্লাহ'র সঙ্গে শির্কে লিপ্ত হয়, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে অবধারিত করে দেন।''

[সূরাহ মায়েদাহঃ ৫/৭২]

-

তাবিজ ব্যবহার করলে আল্লাহ'র উপর আর ভরসা থাকে না। আপনি যখনই আচমকা কোন বিপদে পতিত হবেন, সাথে সাথে আপনার খেয়াল তখন তাবিজের দিকে যাবে। এই উদ্দেশ্যে যে, তাবিজ থাকতেও কেন বিপদ আসলো? আপনার এই ২-৩ সেকেন্ডের খেয়ালই যথেষ্ট আপনার সমস্ত আমল বরবাদ করে দেয়ার জন্য। তাই আপনাকে উপদেশ দিচ্ছি এখুনি তাবিজ খুলে ফেলুন। কোন বিপদ এলে শুধু আল্লাহ'র কাছেই সাহায্য চান এবং তার উপরই ভরসা রাখুন। অন্তত এটুকু তো মানেন যে, আল্লাহই আপনার সমস্ত বিপদ থেকে উদ্ধারকারী। তাহলে শুধু আল্লাহ'র উপর ভরসা করতে আপনার সমস্যা কোথায়?




কোন মন্তব্য নেই: